ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ ।। Reasons for population growth in India

  ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ । Reasons for population growth in India


জনসংখ্যা বৃদ্ধির কারণ

    জনসংখ্যা বৃদ্ধির অনেক কারণ থাকে। জন্মহার, মৃত্যুহার, নারী-পুরুষের অনুপাত, নারীর গর্ভধারণ ক্ষমতার হার, বয়স, পারিবারিক কাঠামো, বিয়ের বয়স ইত্যাদির ওপর কোনো জায়গায় জনসংখ্যা বৃদ্ধির গতি নির্ভর করে। পরিসংখ্যান থেকে দেখা যায়, 1901 থেকে 1911 পর্যন্ত বেশ ধীর গতিতেই জনসংখ্যার বৃদ্ধি হয়েছে। তবে 1921 খ্রিস্টাব্দ ভারতের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দশক। এই দশকে ভারতের জন্মহার ছিল হাজারে 48 এবং মৃত্যুহার ছিল হাজারে 47। আসলে এই দেশে প্লেগরোগে অনেক ব্যক্তির মৃত্যু হয়। তা ছাড়া প্রথম বিশ্বযুদ্ধের ফলে সারা দেশে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ হয়। কিন্তু 1921 থেকে 1951 এই ত্রিশ বছরের পরিসংখ্যানে দেখা যায় ভারতে জনসংখ্যার হার বেড়ে চলেছে। এই বাড়ার মূল কারণ হল মৃত্যুহার কমে যাওয়া অথচ জন্মহার তেমনভাবে কমেনি। 1921-এর পর থেকে ভারতে মৃত্যুহারের মান ক্রমশ কমছে। ইতিহাসে তাই 1921-কে ভারতের ক্ষেত্রে Great divide বা Turning point হিসেবে ধরা হয়। 

বিজ্ঞানের উন্নতি, প্রতিষেধক ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা ইত্যাদির ফলে মৃত্যুহার কমেছে দ্রুতগতিতে। জন্মহারের গতি রোধ করার জন্য 1951 খ্রিস্টাব্দ থেকেই দেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু হয়, তবে প্রাথমিক স্তরে এই পরিকল্পনা সাফল্যমণ্ডিত হয়নি।রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষণ অনুযায়ী, 15-44 বছরের মহিলার সংখ্যা 2000 খ্রিস্টাব্দে 182 মিলিয়ন। মা হওয়র অধিকারীর সংখ্যা যত বাড়বে জনসংখ্যা তত বাড়বে।

Popular posts from this blog

নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা ।।Formal Education

শিক্ষায় আধুনিক শিক্ষকের ভূমিকা || Role of modern teacher in education

ভারতবর্ষে বার্ধক্যের সমস্যা || The problem of aging in India