শিশুর জীবন বিকাশে মাতৃভাষার গুরুত্ব ।। The importance of mother language

 শিশুর জীবন বিকাশে মাতৃভাষার গুরুত্ব ।। The importance of mother language 



     মাতৃভাষা মায়ের ভাষা। এই ভাষাতেই শিশু তার জীবনের প্রথম ভালোবাসা মাখানো কথা বলতে শেখে। এই ভাষাতে মায়ের বুকভরা ভালোবাসা, স্নেহ, আদর আছে। এই ভাষার মাধ্যমেই তার মানবিক সত্তাগুলি বিকাশ লাভ করে। মাতৃভাষার উপযোগিতা তাই অনস্বীকার্য। 

ক.সামাজিক দৃষ্টিভঙ্গিতে মাতৃভাষার প্রয়োজনীয়তা: মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করতে গিয়ে তাকে ভাবের আদানপ্রদান করতে হয়। এইভাবে অপরের সঙ্গে মেলামেশা, বাক্যালাপ ও কথোপকথনে সামাজিক মানুষ ভাষা ব্যবহারে দক্ষ হয়ে ওঠে। সমাজসচেতন ব্যক্তি তার মনের ভাবকে যথাযথভাবে প্রকাশ করতে পারে। মাতৃভাষার মাধ্যমে শিশুর সামাজিক সত্তাগুলি আস্তে আস্তে বিকশিত হয়ে ওঠে। মাতৃভাষা জাতীয় ঐতিহ্যের ধারক এবং বাহক। শিশু যখন আস্তে আস্তে বড়ো হয়ে ওঠে মাতৃভাষার মাধ্যমে সে প্রগতিশীল চিন্তাধারার অধিকারী হয়। মাতৃভাষার মাধ্যমেই সামাজিক সত্তা বিকাশের দ্বারা শিশু বৃহত্তর জীবনে সামাজিক জীব হিসেবে পরিগণিত হয়। তাই এইক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব অনস্বীকার্য।

খ. মনস্তাত্ত্বিক দিক থেকে মাতৃভাষার প্রয়োজনীয়তা বা উপযোগিতা: মনস্তত্ত্ববিদের মতে, মাতৃভাষার মাধ্যমে শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সম্ভব। মাতৃভাষার মাধ্যমে মানুষ তার জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করে ধীরে ধীরে নিজের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করে সমাজজীবনে অনুপ্রবেশ করে। মাতৃভাষা হল শিশুর হৃদয়ের ভাষা, হাসি-কান্নার ভাষা, অনুভূতি রাজ্যের ভাষা, মাতৃভাষার সঙ্গে তার আত্মার সম্পর্ক। শিশুর মননরাজ্যের সর্বাঙ্গীণ বিকাশের জন্য মাতৃভাষার উপযোগিতা অনস্বীকার্য। 

গ.শিল্প ও সাহিত্যের দৃষ্টিভঙ্গিতে মাতৃভাষার উপযোগিতা: শিশুর জন্মের সঙ্গে সঙ্গে তার মধ্যে কতকগুলি সুকোমল প্রবৃত্তির প্রকাশ ঘটে। সেই সুকোমল প্রবৃত্তিগুলির বিকাশ ঘটে মাতৃভাষার মাধ্যমে। মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দানুভূতির প্রতিফলন ঘটে সাহিত্যসৃষ্টির মধ্যে। শিশুর বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে যে স্বভাবিক শিল্পচেতনা বোধ জাগ্রত হয় মাতৃভাষার মাধ্যমে সাহিত্য সৃষ্টির পথে তার প্রতিফলন ঘটে। কাজেই শিশুর জীবন বিকাশের পথে শিল্প সৌন্দর্য, সুক্ষ্ম অনুভূতি, ভাবাবেগ, নন্দন চেতনা, আনন্দানুভূতি প্রভৃতি সুকুমার প্রবৃত্তিগুলি বিকশিত হয় মাতৃভাষার মাধ্যমে। মাতৃভাষার মাধ্যমে শিশু যে শিক্ষা পায় সেই শিক্ষাকে ভিত্তি করে নতুন সৃজনে সক্ষম হয়। মাতৃভাষার থেকে নতুন সৃজনের ভালো মাধ্যম আর কিছুই হতে পারে না।

ঘ.শিক্ষাগত দৃষ্টিভঙ্গিতে মাতৃভাষার প্রয়োজনীয়তা: শিক্ষাকে সফল, সার্থক ও সুন্দর করে গড়ে তুলতে মাতৃভাষার চর্চা অবশ্যই প্রয়োজন। শিক্ষাকে বাস্তবের সঙ্গে যুক্ত করতে জীবনকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার প্রবর্তনে মাতৃভাষার প্রয়োজনীয়তা আবশ্যক। শিক্ষা শিশুর জীবনকে সফল ও সুন্দর করে গড়ে তোলে। শিক্ষার মাধ্যম যদি মাতৃভাষা হয় তাহলে শিশুরা অনায়াসে জ্ঞান আহরণ করতে পারে এবং তা খুব তাড়াতাড়ি বোধগম্য হয়। তাই শিশুকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হলে মাতৃভাষার উপযোগিতার কথা সমস্ত শিক্ষাবিদ একবাক্যে স্বীকার করেছেন।

সমস্ত দিক বিচারবিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, আধুনিক শিক্ষাব্যবস্থায়, শিক্ষাক্ষেত্রের সকল স্তরে মাতৃভাষার ব্যাবহারিক উপযোগিতা ও প্রয়োজনীয়তা অপরিসীম। শিশুর বৌদ্ধিক, মানসিক, সৃজনাত্মক, প্রাক্ষোভিক বিকাশের জন্য একমাত্র মাধ্যম হল মাতৃভাষা।

Popular posts from this blog

নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা ।।Formal Education

শিক্ষায় আধুনিক শিক্ষকের ভূমিকা || Role of modern teacher in education

ভারতবর্ষে বার্ধক্যের সমস্যা || The problem of aging in India