লর্ড কর্ণওয়ালিসের lord cornwallis

 রাজস্ব আদায়ের উদ্দেশ্যে হেস্টিংস ১৭৭২ খ্রিস্টাব্দে পাঁচসালা বন্দোবস্ত ও ১৭৭৭ খ্রিস্টাব্দে একসালা বন্দোবস্ত চালু করেন।


ওয়ারেন হেস্টিংসের শাসনকালেই বাংলাদেশে প্রথম সুসংহত বিচার ব্যবস্থার ভিত্তি প্রতিষ্ঠিত হয়।


ওয়ারেন হেস্টিংস-ই প্রথম এদেশে পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন। মুর্শিদাবাদের পরিবর্তে কলকাতা সদর কার্যালয়ে পরিণত হয়। কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত হয়।

সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা: ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয়। ইলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত হন। ১৭৭৪ খ্রিস্টাব্দে রাণীগঞ্জের কয়লা খনি থেকে প্রথম কয়লা উত্তোলন করা হতে থাকে। মহারাজা নন্দকুমারের ফাঁসি: ১৭৭৫ খ্রিস্টাব্দে হেস্টিংসের চক্রান্তে মহারাজা নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়। পরে ইংল্যান্ডে হেস্টিংসকে ইম্পিচমেন্ট করা হয়। ১৭৮০ হিকি'স গেজেট: ১৭৮০ খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট নামে ভারতে প্রথম সংবাদপত্রের প্রচলন করেন জেমস অগাস্টাস হিকি নামক একজন ইংরেজ ভদ্রলোক। ইংরেজি ভাষায় লিখিত এই সংবাদপত্র ছিল সাপ্তাহিক পত্রিকা। ১৭৮১ সালে কলকাতা মাদ্রাসা স্থাপিত হয়।

'পিটের ভারত শাসন আইন (Pitt's India Act 1784): Regulating Act of 1773'-এর ত্রুটিগুলি কাটিয়ে ওঠার উদ্দেশ্যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পিট (Younger Pitt) ১৭৮৪ খ্রিস্টাব্দে একটি নতুন আইন প্রবর্তন করেন। এই আইন 'পিটের ভারত শাসন আই ' নামে  পরিচিত ।


এশিয়াটিক সোসাইটি: ১৭৮৪ খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনস প্রাচ্যের ইতিহাস ও সাহিত্য চর্চার জন্য কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

Popular posts from this blog

নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা ।।Formal Education

শিক্ষায় আধুনিক শিক্ষকের ভূমিকা || Role of modern teacher in education

বৃদ্ধি কাকে বলে ও বৈশিষ্ট্য । Definition of Growth