irctc আধার লিঙ্ক করা বাধ্যতামূলক কেন irctc aadhar link

 irctc আধার লিঙ্ক করা বাধ্যতামূলক 



বর্তমান ভারতবর্ষে যাতায়াতের জন্য তিন ধরনের যানবাহন প্রচলিত আছে। একটি হলো আকাশ পথ একটি হলো জলপথ আরেকটি হলো স্থলপথ । স্থল পথের মধ্যেও দুই ধরনের একটা হল রেলপথ একটা সড়ক পথ । তবে সড়কপথে সময় সাপেক্ষ কিন্তু রেলপথে কম সময় সাপেক্ষ ।

আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের সবথেকে বেশি যাতায়াতকারী ব্যবস্থা হলো ট্রেন ব্যবস্থা। প্রতিদিন ভারতবর্ষে কোটি কোটি মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে । কিন্তু বড় সমস্যা হলো দূরপাল্লার ট্রেনের টিকিট পাওয়া। খুব সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের এই সমস্যা সমাধানের জন্য ভারতীয় রেল মন্ত্রী আসোনি বৈষ্ণব তার নিজের টুইটার হেন্ডেলে অথবা এক্স হ্যান্ডেল এ তিনি একটি বার্তা পোস্ট করেন। 

সেই পোস্টে লেখা ছিল ভারতের রেল টিকিট ব্যবস্থায় তিনি আঁধার কার্ডের সাথে সাথে আইআরসিটিসি অ্যাকাউন্ট লিংক করতে। কারণ বর্তমান তৎকাল টিকিট খুব কষ্টসাধ্য ব্যাপার কারণ বিভিন্ন এজেন্ডরা বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে আইআরসিটিসি ওয়েবসাইট হ্যাক করে টিকিট কেটে নেয়। এই ব্যবস্থাকে সামনে রেখে হয়তো রেলমন্ত্রী সমস্ত আইআরসিটিসি ইউজার দের আধার লিঙ্ক করতে বাধ্যতামূলক করেছেন ।

তিনি আরো বলেন যেসব ইউজার আধার লিঙ্ক করবে না জুলাইয়ের ১ তারিখ থেকে সেসব ইউজার আইডি বন্ধ হয়ে যাবে আর চলবে না । তিনি আরো বলেন তৎকাল টিকিট বুক করার সময় ওটিপি মাধ্যমে সেই তৎকাল টিকিট বুক করা যাবে ।

তিনি আরো একটা নির্দেশ দেন যেসব আইআরসিটিসি এজেন্ট অথরাইজ এজেন্ট তারা ১০ থেকে ১০:৩০ এবং ১১ থেকে ১১ঃ৩০ পর্যন্ত তারা সেই সময় কোন টিকিট কাটতে পারবে না ।


তাহলে কিভাবে আমরা আধার লিঙ্ক করব :

প্রথমে নিজের মোবাইলে অথবা কম্পিউটারে আইআরসিটিসি অ্যাকাউন্ট লগইন করতে হবে তারপর একাউন্ট হলে অপশনে গিয়ে আধার অথেন্টিকেশন বা অথেন্টিকেশন অপশনে ক্লিক করে সেখানে নিজের আধার নাম্বারটি বসিয়ে সমস্ত কিছু যাচাই করে তারপরে ওটিপি চাইবে  সেখানে ওটিপি দিলেই সেটা ভেরিফাই হতে ২৪ ঘন্টা সময় নেয় ।


Popular posts from this blog

নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা ।।Formal Education

শিক্ষায় আধুনিক শিক্ষকের ভূমিকা || Role of modern teacher in education

বৃদ্ধি কাকে বলে ও বৈশিষ্ট্য । Definition of Growth