শফিকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ । Sofik arrest polli gram tv

শফিকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ



পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার শফিক । যে তিনি বর্তমানে যুব অভিনেতা পরিচিত । সে দীর্ঘকাল পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল এবং facebook পেজে কাজ করে গেছেন । যা দেখে সবাই মনোমুগ্ধ হয়েছে কিন্তু সেই শফিক আজ অন্যরকম কথা শুনতে পায়। 

কিছুদিন আগে শোনা যায় যে সে নাকি কোন একটি মেয়েকে ভালোবাসে তার একটি পোস্ট করার জন্য অনেক বিবাদ শুরু হয়। সেই থেকে শফিককে আর তেমনভাবে দেখা যায় না ।এ নিয়ে দর্শকদের মধ্যে অনেক ক্ষোভ দেখা যায় ।

সে প্রথম পল্লীগ্রাম টিভিকে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল এবং facebook পেজ মিলিয়ন মিলিয়ন ভিউ আনেন । কিন্তু দিন দিন যতই যায় শফিকের মন মস্তিষ্ক ততোই যেন আলাদা হতে দেখা যায় । শফিককে পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয় এই খবর শফিকের  যিনি মালিক অথবা ডিরেক্টর এই খবর একটি ইন্টারভিউ এর মাধ্যমে শোনা যায়। 

হঠাৎ বুধবার শোনা যায় শফিককে নাকি পুলিশের গ্রেপ্তার করেছে । রেজিনগর থানার পুলিশ একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারে শফিক কিছু না বললেও অভিযুক্তের মুখে শোনা যায় যে শফিক একটি মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে মেলামেশা করে এমনটাই শোনা যাচ্ছে অভিযুক্ত অর্থাৎ ওই মেয়েটির বাবা মুখ থেকে ।

Popular posts from this blog

নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা ।।Formal Education

শিক্ষায় আধুনিক শিক্ষকের ভূমিকা || Role of modern teacher in education

বৃদ্ধি কাকে বলে ও বৈশিষ্ট্য । Definition of Growth