শফিকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ । Sofik arrest polli gram tv
শফিকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ
কিছুদিন আগে শোনা যায় যে সে নাকি কোন একটি মেয়েকে ভালোবাসে তার একটি পোস্ট করার জন্য অনেক বিবাদ শুরু হয়। সেই থেকে শফিককে আর তেমনভাবে দেখা যায় না ।এ নিয়ে দর্শকদের মধ্যে অনেক ক্ষোভ দেখা যায় ।
সে প্রথম পল্লীগ্রাম টিভিকে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল এবং facebook পেজ মিলিয়ন মিলিয়ন ভিউ আনেন । কিন্তু দিন দিন যতই যায় শফিকের মন মস্তিষ্ক ততোই যেন আলাদা হতে দেখা যায় । শফিককে পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয় এই খবর শফিকের যিনি মালিক অথবা ডিরেক্টর এই খবর একটি ইন্টারভিউ এর মাধ্যমে শোনা যায়।
হঠাৎ বুধবার শোনা যায় শফিককে নাকি পুলিশের গ্রেপ্তার করেছে । রেজিনগর থানার পুলিশ একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারে শফিক কিছু না বললেও অভিযুক্তের মুখে শোনা যায় যে শফিক একটি মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে মেলামেশা করে এমনটাই শোনা যাচ্ছে অভিযুক্ত অর্থাৎ ওই মেয়েটির বাবা মুখ থেকে ।